Are you drinking hot tea or poison in a plastic one time Glass? আপনি চা খাচ্ছেন নাকি বিষ?

Tea is being sold in plastic glasses in the market through lock down due to the effect of corona virus. According to doctors, drinking tea in plastic cups is absolutely not right.

বাংলায় পড়ার জন্য নিচে যান  

According to the researchers, the toxin called 'bisphenol' in the plastic is a big killer in this case. When hot food or drink comes in contact with plastic, that chemical mixes with food. When it enters the body regularly, the normal functioning of the estrogen hormone in women is disrupted. In men, sperm count is reduced. The heart, kidneys, liver, lungs and skin can also be severely damaged.




Studies have also shown that the ingredients that are commonly used to make plastic cups can lead to a number of diseases, including fatigue, hormonal imbalances, and loss of brain capacity. The polyvinyl chloride (PVC) used to make bottles or pots is softened using phthalate. This ‘Thalet’ is like poison for our body !!!


প্লাস্টিকের ‘ওয়ান টাইম গ্লাসে’ গরম চা খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন?

করোনা ভাইরাসের প্রভাবে লক ডাউনের মধ্য দিয়ে বাজারে চা বিক্রি হচ্ছে প্লাস্টিকের গ্লাসে।

চিকিৎসকদের মতে, প্লাস্টিকের কাপে চা খাওয়া একেবারেই ঠিক নয়।

গবেষকদের মতে, প্লাস্টিকের মধ্যে থাকা ‘বিসফেনল’ নামের টক্সিন এ ক্ষেত্রে বড় ঘাতক। গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যায়। হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বকও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

গবেষণায় আরও জানা গিয়েছে, প্লাস্টিকের কাপ বানাতে সাধারণত যে যে উপাদান ব্যবহার করা হয়, সেগুলি বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে ক্লান্তি, হরমোনের ভারসাম্যতা হারানো, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

বোতল বা পাত্র তৈরিতে ব্যবহৃত পলিভিনাইল ক্লোরাইডকে (পিভিসি) নরম করা হয় থ্যালেট ব্যবহার করে। এই ‘থ্যালেট’ আমাদের শরীরের জন্য বিষের ন্যায়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস