হাজার ভীড়ে চলতে গিয়েও ফিরেছি বারবার গোলাম রাব্বানী
ফিরেছি বারবার,
খুঁজতে গিয়ে শুধুই দু'চোখ
অচিন সাবালিকার।
অবাক রূপ ও রং খুঁজিনি,
আলট্রা মর্ডান ঢং খুঁজিনি।
দারুণ ফর্সা গাল খুঁজিনি,
ঠোঁটের রং, লাল খুঁজিনি।
দীঘল কালো চুল খুঁজিনি,
খোপায় বেলী ফুল খুঁজিনি
স্রেফ, খুঁজেছিলাম চোখ;
যার গভীরে খুঁজেছিলাম,
আমার ইহলোক।
সকাল-দুপুর-সাঁঝ
সেই চোখেরই তারায়,
কারণে বা অকারণে-ই
আমার হৃদয়. । ♥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন