হাজার ভীড়ে চলতে গিয়েও ফিরেছি বারবার গোলাম রাব্বানী


 
হাজার ভীড়ে চলতে গিয়েও

ফিরেছি বারবার, 
খুঁজতে গিয়ে শুধুই দু'চোখ
অচিন সাবালিকার।

অবাক রূপ ও রং খুঁজিনি,
আলট্রা মর্ডান ঢং খুঁজিনি।
দারুণ ফর্সা গাল খুঁজিনি,
ঠোঁটের রং, লাল খুঁজিনি।
দীঘল কালো চুল খুঁজিনি,
খোপায় বেলী ফুল খুঁজিনি
স্রেফ, খুঁজেছিলাম চোখ;
যার গভীরে খুঁজেছিলাম,
আমার ইহলোক।

সকাল-দুপুর-সাঁঝেরবেলা
সেই চোখেরই তারায়,
কারণে বা অকারণে-ই
আমার হৃদয়. । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস