হতে যাচ্ছে ওসমান চেয়ারম্যান মেমোরিয়াল ফাউন্ডেশন -চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ

কালারমারছড়া ইউনিয়নের জন্য উপহার
আজ জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের জন্মদিন 

জন্মদিন উপলক্ষে তিনি বলেনঃ
                         
অামার জন্মদিনে অাপনাদের জন্য ছোট একটি উপহার। 
অামার সবচেয়ে বড় পরিচয় অামি ওসমান চেয়ারম্যানের সন্তান। অামি অাজকে অাপনাদের জানাতে চাই,
অামার বাবার নামে একটি পাঠাগার কালারমারছড়াতে স্থাপন করা হবে, যার নাম হবে

ওসমান চেয়ারম্যান মেমোরিয়াল ফাউন্ডেশন 

যে পাঠাগার থাকবে বিভিন্ন ধরনের বই।যেখানে বসে সহজেই শিক্ষার্থীরা জ্ঞান অাহরণ করতে পারবে। যে পাঠাগারের অধীনে প্রতি বছর( প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও সমমনা) শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিযোগিতা অায়োজন করা হবে। প্রতি বছর ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে এবং হত দরিদ্র খেটে-খাওয়া মানুষের মেধাবী সন্তান বাছাই করে অারো ২৫ জনকে বৃত্তি প্রদান করা হবে। মোট ৫০ জন মেধাবীদের দায়িত্ব নিবে ওসমান শরীফ মেমোরিয়াল ফাউন্ডেশন 

যাদের নির্বাচিত করা হবে তা সম্পুর্ণ নিরেপক্ষ বোর্ড গঠন করে।
এ ব্যাপারে অাপনাদের বিস্তারিত পরে জানানো হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস