কুতুবদিয়ায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের টেন্ডার আহ্বান করা হয়েছে: আশেক উল্লাহ রফিক এমপি

কক্সবাজার ২ মাননীয়া সংসদ সদস্য আলহাজ্ব আশেক  রফিক উল্লাহ এমপি মহোদয় কে ধন্যবাদ জানিছেন কুতুবদিয়া বাসী

" কুতুবদিয়া বাঁশি স্বপ্ন পূরণ হচ্ছে"
"এবং"কক্সবাজার জেলার দিনরাত পরিশ্রম করে কাজ 
করে যাচ্ছেন" 
"আলহাজ্ব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি"
"কুতুবদিয়া় সাবমেরিন ক্যাবল বিদ্যুৎ স্থাপনের টেন্ডার 
হয়েছে এমপি মহোদয় ফোনে তথ্য জানান"
"কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)" "জনাব জিয়াউল হক মীর’কে এ তথ্য জানিয়েছেন"
ইউএনও জিয়াউল হক মীর তাঁর নিজস্ব ফেসবুক আইডি’তে এ খবর জেনে এজন্য তিনি কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী)­ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর নিকট কুতুবদিয়া উপজেলাবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন। সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুতের জাতীয় গ্রীড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের একটি প্রাণের দাবি পূরণ হবে"


কুতুবদিয়াবাসীকে এমন একটা উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিছেন কুতুবদিয়া বাসী।
এবং
কুতুবদিয়াকে বিদ্যুতায়নের বিষয়টি জেলা প্রশাসক সম্মেলনে উত্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণের জন্য সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে এবং মহান সংসদে বিদ্যুতায়নের দাবিটি উত্থাপন করে এই কাজটির পেছনে লেগে থাকার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব Asheq Ullah Rafiq MP মহোদয়কে অসংখ্যা ধন্যবাদ জানিছেন কুতুবদিয়া বাসী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস