Monwar Kaiser Rubel (38), the eldest son of the freedom fighter Abu Jafar, has died

মুক্তিযুদ্ধা আবু জাফরের বড় ছেলে মনোয়ার কায়সার রুবেল(৩৮) খুন

Monwar  Kaiser Rubel (38), the eldest son of the freedom fighter Abu Jafar, has died. Monwar Kaiser Rubel While fetching water from the tube well, he was killed by the opponent Mohammad Alam's father, Abdus Sabur Gang, of the same area, was involved in a dispute over the road. The dispute is being tried first locally and later by Maheshkhali Police Station SI Nurul Haque. Meanwhile, when he went to fetch water from a tubewell in his backyard after dusk yesterday, he was suddenly attacked.


বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা (মধুয়ার ডেইল। বাজার সংলগ্ন) গ্রামে নিজে বাড়ীতে টিউবওয়ালে পানি আনতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে খুন হন ৷ চলাচলের রাস্তা নিয়ে একই এলাকার মোঃআলম পিতা-মৃত আব্দুস সবুর গংদের সাথে বিরোধ চলে আসছিল৷ বিরোধের ব্যাপারটি প্রথমে স্থানীয়ভাবে ও পরে মহেশখালী থানার এসআই নুরুল হকের হাতে বিচারাধীন৷ এরই মধ্যে গতকাল মাগরিবের পর নিজ বাড়ীর উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে অতর্কিত অবস্থায় হামলা করে৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে মহেশখালী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন, সদর হাসপাতাল থেকে রেফার করে দিলে এম্বুলেন্স যোগে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে রাত ০৪টার সময়, ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ০৭ঘটিকার সময় মৃত্যুবরন করেন৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস