এত উন্নয়নের ভীড়ে একটি সেতু কি বিশাল কিছু? শাহারিয়ার জিহান

 এত উন্নয়নের ভীড়ে একটি সেতু কি বিশাল কিছু!

একটি উপজেলায় এত উন্নয়ন হতে পারলে একটি সেতু নয় কেন?

সেতু চাই দাবী "বন্ধ্যার কাছে সন্তান চাওয়া"!

সেতু চাই আন্দোলন। যে দাবি জনতার সে দাবী মানতে হবে। আন্দোলন টা কি এপারে, না ওপারেও হচ্ছে? সেতু নির্মাণ জাঁদরেল নেতাদের কাজ, অন্তত এই কক্সবাজারের জন্য । কক্সবাজারের বাঘা বাঘা নেতারা চাইলেই ঘাট বাণিজ্য, অনিয়ম শেষ হওয়া মামুলি ব্যাপার। শোষণ নীতি বাঙালীদের ব্রিটিশ-পাক উত্তরাধিকার সূত্রে পাওয়া। ঐ পাড়ের লোকেরা এই পাড়ের লোকদের শোষণ করে উত্তরাধিকার সূত্র ধরে রেখে নিজেদের হর্তাকর্তা প্রমাণ দিচ্ছে।

বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন প্রকল্পটা যদি সরকার মহেশখালীর কাছ থেকে আশা করতে পারে তাহলে জেলার সাথে এই উপজেলার যোগাযোগ এত অসহায় কেন?


নিরাপদ পারাপার চাই, তাই মোরা সেতু চাই।
দাবী মোদের একটাই, প্রাণ বাঁচাতে সেতু চাই।



যদি নিজের জীবন ও বিলিয়ে দিতে হয় দিব ইনশাল্লাহ, তবুও আমাদের দাবি আদায় করে ছাড়বো।




শাহারিয়ার জিহান 

সাবেক সাধারণ সম্পাদক 

বাংলাদেশ ছাত্রলীগ কালারমারছড়া ইউনিয়ন শাখা।   


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস