পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রমিকদের বেতনে ৮ হাজার ৬শ’ কোটি টাকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি
  শ্রমিকদের বেতনে ৮ হাজার ৬শ’ কোটি টাকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী সরকার সংকট মোকাবিলায় শ্রওমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬শ’ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) এক বাণীতে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবিলায় সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকার সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬শ’ কোটি টাকা বরাদ্দ করেছে।’ প্রধানমন্ত্রী তার বাণীতেআরও বলেন, ‘‘রফতানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য ‘সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা-২০২০’ বাস্তবায়নের জন্য শ্রম অধিদফতরের অনুকূলে সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানা চালু রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই শ্রমিকদে...

দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল

ছবি
  অধ্যাপক মোঃ রশীদুল হাসানঃ স্বল্পভাষী, স্থির, অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল। অকালপ্রয়াত বাংলাদেশের প্রথম তিনজন কমিশন সেনাকর্মকর্তার একজন ছিলেন এই সাহসী তরুণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্ম ১৯৫৪ সালের ২৮ এপ্রিল টুঙ্গী পাড়ায়। শেখ জামাল ছোটবেলা থেকেই পড়াশোনা ও খেলাধুলার প্রতি অনেক আগ্রহী ছিলেন। অত্যন্ত ভালো ক্রিকেট খেলতেন তিনি। রেসিডেনশিয়াল মডেল ও ঢাকা কলেজের ছাত্র ছিলেন। বিচক্ষণ প্রজ্ঞা এবং স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা শেখ জামাল বাবার সান্নিধ্য তেমন না পেলেও বঙ্গমাতা ও বড় বোন শেখ হাসিনার সঠিক দীক্ষায় প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ৫ ডিসেম্বর ১৯৭১ সালে গৃহবন্দী অবস্থায় থাকাকালীন ধানমন্ডির সেই কাঁটাতারের বেড়া ভেদ করে পালিয়ে যান ভারতে এবং বাংলাদেশ লিবারেশন ফোর্স মুজিব বাহিনীর ৮০ জন বীর মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করেন মুক্তিযুদ্ধে।তার এই ঘটনাটি ছিল সেই সময়ে বেশ আলোচিত। সবাই ধারণা করেন যে শেখ জামালকে পাকিস্তানিরা গু...

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

ছবি
   হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। দুপুরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, মিনিট দশেক আগে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। মামুনুলকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের...

৪র্থ দিনের মত কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৪র্থ দিনের মত শহরের ছিন্নমূল অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৭এপ্রিল) বিকালে শহরের বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক ইরফানুল হক হিমু, সাবেক সদস্য রাজিবুল ইসলাম মোস্তাক,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা,সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল হক মনির,চকরিয়া পৌরসভা ছাত্রলীগের...

মারুফ আদনান এর নির্দেশনায় মহেশখালীতে মাস্ক বিতরণ।

ছবি
করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নির্দেশনায় মহেশখালীতে মাস্ক বিতরণ করা হয়। মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ও কালারমারছড়া ছাত্রলীগের সভাপতি আবুহানিফা সোহেল ছৈয়দ এর নেতৃত্বে মহেশখালীতে সর্বসাধারণের মাঝে, সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউনে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে সতর্ক বার্তা ও মাক্স বিতরন করেন মহেশখালী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। সতর্কতা বার্তায় ছিলেন, শাহারিয়ার জিহান সাবেক সাধারণ সম্পাদক কালারমাছড়া ইউনিয়ন ছাত্রলীগ।