তিন বদল নিয়ে দল ঘোষণা বাংলাদেশের

 তিন ওয়ানডের সিরিজ শেষ, বাংলাদেশের মেয়েদের জন্য দুঃস্বপ্নের এক সিরিজই হয়ে থাকবে সেটি। হোয়াইটওয়াশ তো হোয়াইটওয়াশ, তিন ম্যাচে ব্যাটিংয়ে এমনই ভরাডুবি হয়েছে বাংলাদেশের যে, কোনো ম্যাচেই দলের রান ১০০ হয়নি!


দুঃস্বপ্ন ভুলে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে এবার তিন টি-টোয়েন্টির সিরিজে নামবে বাংলাদেশের মেয়েদের দল। সে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।




ওয়ানডে সিরিজের দলে তিনটি বদল এসেছে। ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস ও নিশিতা আক্তার নিশি বাদ পড়েছেন, দলে ঢুকেছে ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা।


তিন বদলের ব্যাখ্যা দিয়ে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘দিশার বদলে তৃষ্ণা ডাক পেয়েছে, কারণ ও বাঁহাতি পেসার যে কিনা আমাদের বোলিংয়ে বৈচিত্র্য আনবে। পিংকির বদলে দোলাকে ডেকেছি আমরা, ও উইকেটকিপার-ব্যাটার যার টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়ার মতো প্রতিভা আছে বলেই আমাদের বিশ্বাস। শরিফা খাতুন অলরাউন্ডার, অফ স্পিন করে, লেট অর্ডারে ব্যাটিং করে। সে-ও ভবিষ্যতে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হয়ে উঠতে পারে।’

মিরপুরেই সিরিজের তিন টি-টোয়েন্টি হবে যথাক্রমে ৩১ মার্চ, ২ এপ্রিল ও ৪ এপ্রিল। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১২টায়।


টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল


নিগার সুলতানা জ্যোত্যি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।


স্ট্যান্ড বাই – লতা মন্ডল, নিশিতা আক্তার নিশি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল ।