জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল ।
জয়বাংলা শব্দটা কি?
জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল, জয়বাংলা- কোন সোপিস নয় যে এটা সোকেচে সাজিয়ে রাখলাম। জয়বাংলা - কোন রেসিপি নয় যে এটা খেয়ে বাথরুম করে ফেললাম আর শেষ হয়ে গেল।
জয়বাংলা তাহলে কি?
জয়বাংলা একটি আদর্শ, জয়বাংলা একটি নীতি, জয়বাংলা একটি স্বপ্ন, জয়বাংলা একটি ভালোবাসা, জয়বাংলা একটি চেতনা, জয়বাংলা একটি শক্তি, জয়বাংলা একটি জীবন, জয়বাংলা একটি জাতি, জয়বাংলা একটি স্লোগান, জয়বাংলা একটি যুদ্ধ, জয়বাংলা একটি পতাকা, জয়বাংলা একটি মানচিত্র, জয়বাংলা একটি স্বাধীনতা, জয়বাংলা একটি শান্তি, জয়বাংলা একটি গৌরব, জয়বাংলা একটি পথপ্রদর্শক, জয়বাংলা একটি আশ্রয়, জয়বাংলা একটি সৃষ্টি, জয়বাংলা একটি সাধনা, জয়বাংলা একটি অনুভূতি, জয়বাংলা একটি ভাষা, জয়বাংলা একটি রাষ্ট্র।
জয়বাংলা কি শেষ করা যাবে?
জয়বাংলা কে যত মুছা মুছি করা হবে - জয়বাংলা তত পরিষ্কার হবে, তত সুন্দর হবে, তত নিখুঁত হবে, তত ঐক্য হবে, তত শক্তিশালী হবে।
জয়বাংলা কে কি করা যায় না?
জয়বাংলা কে দেখা যায় না, জয়বাংলা কে স্পর্শ করা যায় না, জয়বাংলা কে ধরা যায় না, জয়বাংলা কে মুছা যায় না, জয়বাংলা কে হত্যা করা যায় না,
তাহলে জয়বাংলা দিয়ে কি করা যায়?
জয়বাংলা কে শুধু অনুভব করা যায়। যে অনুভূতির দ্বারা আমরা প্রতিদিন বেঁচে থাকার স্বপ্ন দেখি। জয়বাংলা জীবনীশক্তি। যেটা রক্তের সাথে মিশে থাকে।
জয়বাংলা আইন দ্বারা কি নিষিদ্ধ করা যায়?
জয়বাংলা নিয়ে তামাশা করলে তার ফলাফল কি হবে?
উত্তর টা খুব সহজ তাই বললাম না।
#জয়বাংলা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন