পোস্টগুলি

কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল

ছবি
 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে। তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। রোববার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের সাকোয়া হাইস্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের কথা বলা হলে কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকে সংস্কারের কথা বলছে- তবে এ সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, পতিত স্বৈরাচাররা এখনও সক্রিয়; তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শেখ হাসিনাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে সপরিবারে পালাতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টদের পরিণতি এমনই হয়। ১৫ বছরের বেশি সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে জোর ...

৭ সমন্বয়ককে ‘ভুয়া’ দাবি করে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

ছবি
 মাদারীপুরে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় মাদারীপুর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়।  সংবাদ সম্মেলনে সাব্বির খান, জাবের মাতুব্বর, কাজী বেবীকনা, সায়েঈদা হোসাইন বলেন, আহতদের তালিকা প্রণয়নে অনিয়ম, ছাত্রলীগের প্রশ্রয়দান এবং নিষিদ্ধ ছাত্রলীগের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ, তদবির বাণিজ্য, আন্দোলনে অংশগ্রহণ না করেও নিজেদেরকে সমন্বয়ক দাবি করেছে। আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে শেখ রোমান, নেমাতউল্লাহ, পাভেল, হাসিব উল্লাহ, আবদুর রহিম, মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজনে জড়িত বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। এরা সমন্বয়ক দাবি করে বিভিন্ন স্থান থেকে আর্থিক সুবিধা গ্রহণের দাবি তুলেছেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় আওয়ামী লীগের মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং সংসদ সদস্য শাজাহান খানের সঙ্গে সমন্বয়ক দাবি করা অনেকের সু-সম্পর্ক রয়েছে। অনেকেই ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে তাদের পুনর্বাসন করছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিয়াম আহমেদ, সিয়াম হোসেন, গালিফ খান, রাব্বি হোসেন, আলি আ...

জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল ।

ছবি
জয়বাংলা শব্দটা কি? জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল, জয়বাংলা- কোন সোপিস নয় যে এটা সোকেচে সাজিয়ে রাখলাম। জয়বাংলা - কোন রেসিপি নয় যে এটা খেয়ে বাথরুম করে ফেললাম আর শেষ হয়ে গেল।   জয়বাংলা তাহলে কি? জয়বাংলা একটি আদর্শ, জয়বাংলা একটি নীতি, জয়বাংলা একটি স্বপ্ন, জয়বাংলা একটি ভালোবাসা, জয়বাংলা একটি চেতনা, জয়বাংলা একটি শক্তি, জয়বাংলা একটি জীবন, জয়বাংলা একটি জাতি, জয়বাংলা একটি স্লোগান, জয়বাংলা একটি যুদ্ধ, জয়বাংলা একটি পতাকা, জয়বাংলা একটি মানচিত্র, জয়বাংলা একটি স্বাধীনতা, জয়বাংলা একটি শান্তি, জয়বাংলা একটি গৌরব, জয়বাংলা একটি পথপ্রদর্শক, জয়বাংলা একটি আশ্রয়, জয়বাংলা একটি সৃষ্টি, জয়বাংলা একটি সাধনা, জয়বাংলা একটি অনুভূতি, জয়বাংলা একটি ভাষা, জয়বাংলা একটি রাষ্ট্র। জয়বাংলা কি শেষ করা যাবে? জয়বাংলা কে যত মুছা মুছি করা হবে - জয়বাংলা তত পরিষ্কার হবে, তত সুন্দর হবে, তত নিখুঁত হবে, তত ঐক্য হবে, তত শক্তিশালী হবে। জয়বাংলা কে কি করা যায় না? জয়বাংলা কে দেখা যায় না, জয়বাংলা কে স্পর্শ করা যায় না, জয়বাংলা কে ধরা যায় না, জয...

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

ছবি
  নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মন্ডল (৩৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপাল চন্দ্র সরকার (২২), রাকিব আলী (২২), আব্দুল মমিন (২২), ডাহিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪২) ও ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুদ্দু মোল্লা (৩৮)। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ২৮ বছর বয়সী গৃহবধূকে তার স্বামী বুদ্দু মোল্লা ও প্রতিবেশী শহিদুল ইসলামের সহযোগিতায় এবং গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার ও অপর যুবক রুহুলের পাহারায় ধর্ষণ করে রাকিব আলী নামে এক যুবক। পরে সেখান থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে মাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে রাতভর গণধর্ষণ করে যুবদল নেতা নাজমুল আলী মন্ডল ও তার আপন ছোট ভাই সাদ্দাম মন্ডল এবং আব্দুল মমিন। পরবর্তীতে এই ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ...

ঘুমন্ত অবস্থায় সাপে কামড়, ২ শিশুর মৃত্যু

ছবি
 ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে সাপের কামড়ে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। শিশু জান্নাত সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে। জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। রাতে শোবার ঘরে সাপ ঢুকে তাকে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। জান্নাত ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে লেখাপড়া করতো। অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। এ সময় পরিবারের লোকেরা ঘরের ভেতর সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর যাওয়ার পথে মারা যায় আদিত্য। আদিত্য ওই ই...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দাপ্তরিক সিপিইউ পরীক্ষার অনুমতি পেল দুদক

ছবি
 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি জানিয়েছেন, দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ অনুমতি দিয়েছেন। দুদকের পক্ষে এ আবেদন করেন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম। আবেদনে তিনি উল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। দুদকের পাঁচ সদস্যের দল অনুসন্ধানকালে গোপন সূত্রে জানতে পারে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেনের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারে নিয়োগ বদলি ও পদোন্নতির ক্ষেত্রে ঘুষের বিনিময়ে তদবিরসহ আরও অবৈধ লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে। এ প্রেক্ষিতে গত ২২ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে সচিবালয়ের স্বরাষ্...

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ছবি
 পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আগামী তিন দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবারের (৬ সেপ্টেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে...