পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল

ছবি
 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে। তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। রোববার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের সাকোয়া হাইস্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের কথা বলা হলে কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকে সংস্কারের কথা বলছে- তবে এ সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, পতিত স্বৈরাচাররা এখনও সক্রিয়; তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শেখ হাসিনাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে সপরিবারে পালাতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টদের পরিণতি এমনই হয়। ১৫ বছরের বেশি সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে জোর ...

৭ সমন্বয়ককে ‘ভুয়া’ দাবি করে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

ছবি
 মাদারীপুরে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় মাদারীপুর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়।  সংবাদ সম্মেলনে সাব্বির খান, জাবের মাতুব্বর, কাজী বেবীকনা, সায়েঈদা হোসাইন বলেন, আহতদের তালিকা প্রণয়নে অনিয়ম, ছাত্রলীগের প্রশ্রয়দান এবং নিষিদ্ধ ছাত্রলীগের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ, তদবির বাণিজ্য, আন্দোলনে অংশগ্রহণ না করেও নিজেদেরকে সমন্বয়ক দাবি করেছে। আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে শেখ রোমান, নেমাতউল্লাহ, পাভেল, হাসিব উল্লাহ, আবদুর রহিম, মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজনে জড়িত বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। এরা সমন্বয়ক দাবি করে বিভিন্ন স্থান থেকে আর্থিক সুবিধা গ্রহণের দাবি তুলেছেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় আওয়ামী লীগের মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং সংসদ সদস্য শাজাহান খানের সঙ্গে সমন্বয়ক দাবি করা অনেকের সু-সম্পর্ক রয়েছে। অনেকেই ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে তাদের পুনর্বাসন করছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিয়াম আহমেদ, সিয়াম হোসেন, গালিফ খান, রাব্বি হোসেন, আলি আ...

জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল ।

ছবি
জয়বাংলা শব্দটা কি? জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল, জয়বাংলা- কোন সোপিস নয় যে এটা সোকেচে সাজিয়ে রাখলাম। জয়বাংলা - কোন রেসিপি নয় যে এটা খেয়ে বাথরুম করে ফেললাম আর শেষ হয়ে গেল।   জয়বাংলা তাহলে কি? জয়বাংলা একটি আদর্শ, জয়বাংলা একটি নীতি, জয়বাংলা একটি স্বপ্ন, জয়বাংলা একটি ভালোবাসা, জয়বাংলা একটি চেতনা, জয়বাংলা একটি শক্তি, জয়বাংলা একটি জীবন, জয়বাংলা একটি জাতি, জয়বাংলা একটি স্লোগান, জয়বাংলা একটি যুদ্ধ, জয়বাংলা একটি পতাকা, জয়বাংলা একটি মানচিত্র, জয়বাংলা একটি স্বাধীনতা, জয়বাংলা একটি শান্তি, জয়বাংলা একটি গৌরব, জয়বাংলা একটি পথপ্রদর্শক, জয়বাংলা একটি আশ্রয়, জয়বাংলা একটি সৃষ্টি, জয়বাংলা একটি সাধনা, জয়বাংলা একটি অনুভূতি, জয়বাংলা একটি ভাষা, জয়বাংলা একটি রাষ্ট্র। জয়বাংলা কি শেষ করা যাবে? জয়বাংলা কে যত মুছা মুছি করা হবে - জয়বাংলা তত পরিষ্কার হবে, তত সুন্দর হবে, তত নিখুঁত হবে, তত ঐক্য হবে, তত শক্তিশালী হবে। জয়বাংলা কে কি করা যায় না? জয়বাংলা কে দেখা যায় না, জয়বাংলা কে স্পর্শ করা যায় না, জয়বাংলা কে ধরা যায় না, জয...