পোস্টগুলি

ফেনীতে বন্যায় আক্রান্তদের উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে- ৩ ছাত্রলীগ নেতা

ছবি
 ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন )। আল্লাহ যেন তাদেরকে শহীদি মৃত্যু দানকরেন। - আমিন। তবুও দমে থাকেনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা। ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে ছাত্রলীগের ভাইদেরকে। পূনরায় তাদের যাত্রা ফেনীর উদ্দেশ্যে আপনারা সবাই এগিয়ে আসুন।  জননেত্রী শেখ হাসিনা আপার নির্দেশে ছাত্রলীগের সবাই কাজ চালিয়ে যাচ্ছে, আপনারাও আসুন সবাই এক সাথে কাজ করি আসুন।

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

ছবি
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসে মা -মেয়ে নাতনি মর্মান্তিক মৃত্যু।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭 আল্লাহ তাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

জাতীয়তাবাদী বিএনপি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে বিএনপি নেতা নাজমুল কে।

ছবি
 বিস্তারিত আগামী বছর জানিয়ে দেওয়া হবে

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত!

ছবি
এযে কতবড় আত্মত্যাগ!!অন্য কোনো দেশ হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো, জাতীয় সংসদে তাকে দাড়িয়ে সম্মান জানাতো।রাস্ট্র তার পরিবারকে পুরস্কৃত করত, কিন্তু এখানে কিছুই হলোনা। মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এই খবরটাকে পাশ কাটিয়েই গেলো।গোপালগঞ্জের ছোট্ট কিশোর অবৈধভাবে বিমানবন্দরের নিরাপত্তা বেস্টনী পেরিয়ে প্লেনে উঠলো এই নেগেটিভ খবর বিশাল কাভারেজ পায়। কিন্তু জুবায়ের পেলোনা। ছবির ছেলেটির নাম জুবায়ের। গাইবান্ধা আদর্শ কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ এর সামনের রেললাইনে সে তাকিয়ে দেখে এক কিশোরী মা তার শিশু সন্তানকে কোলে চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে আছে।মুহুর্তে তার ভালোবাসায় ভরা হৃদয়ে কি এক বোধ সঞ্চারিত হলো। এদের বাঁচতে হবে,বাঁচাতে হবে।তিলবিলম্ব না করে সে চলন্ত ট্রেনের সামনে দাড়ানো মাকে সজোরে ধাক্কা দিলো। মাকে বাঁচাতে পারলোনা। কিন্তু শিশুটি ছিটকে পড়লো রেললাইন থেকে দুরে। মায়ের সাথে সাথে জুবায়েরের দেহটা লৌহদানব ট্রেনের চাকায় তিন টুকরো হয়ে গেলো। তার কলেজ ইউনিফর্মের শাদা শার্টটা রক্তে লাল হয়ে গেলো। আর মানুষের জন্য, সব সৃস্টির জন্য ভালোবাসায় ভরা তার বুকটা ছিন্নভিন্ন হয়ে পড়ে রইলো রেললাইনের উপরে। তো...

কখন অবসর নেবেন, জানালেন মেসি

ছবি
 আগামী জুনে ৩৭ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। একজন ফুটবলারের জন্য এই বয়সটা পড়ন্ত বিকেল। তবে নামটা মেসি বলেই কিনা এখনও খেলছেন দাপটের সঙ্গে। সম্প্রতি এমবিসি-এর ‘বিগ টাইম পডকাস্টে’ মেসি কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে। যখন মেসি মনে করেন করবেন, ফুটবলকে তার আর দেওয়ার কিছু নেই, তখনই ইতি টানবেন ক্যারিয়ারের। তিনি বলেন, 'সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না (তখন সিদ্ধান্ত নেব)।' আমি ভীষণ আত্ম-সমালোচক। আমি জানি, কখন আমি ভালো (অবস্থায় থাকি), কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি...এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি, সেটা কিভাবে করতে হয়।'-আরো যোগ করেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ক্যারিয়ারে যতটা অপূর্ণতা ছিল তা কেবলই বিশ্বকাপ শিরোপা ঘিরে। সেটাও পাওয়া হয়ে গেছে গত বিশ্বকাপে। কোনো তর্ক ছাড়াই বলা যায়, ফুটবলের ষোলকলা পূর্ণ করেছেন মেসি। তবে কাতার বিশ্বকাপে ভালো কিছ...

ছোট্ট এই মেয়েটির জীবন-দর্শনে অভিভূত হলাম।

ছবি
 ছোট্ট এই মেয়েটির জীবন-দর্শনে অভিভূত হলাম।  গত রোববার আগুন লেগে বনানীর বস্তি পুড়ে যায়। সব হারিয়ে বস্তিবাসী যখন বিলাপ করছে, তখন সেই বস্তিতে বেড়ে ওঠা এই মেয়েটির মুখে উজ্জ্বল হাসি। কারণ জিজ্ঞেস করতেই সে বলে, ‘সবকিছু পুইড়্যা যাগ গা, আমার মা তো আছে!’ মায়ের প্রতি ভালোবাসার পাশাপাশি মেয়েটি ভিন্ন এক শিক্ষা রেখে গেল আমাদের জন্য। কৃতজ্ঞতার শিক্ষা। যা নেই তার প্রতি নজর না দিয়ে যা আছে তা নিয়ে ভালো থাকার শিক্ষা। এই পৃথিবীতে আমরা কেউই সম্পূর্ণ নই। আমাদের প্রত্যেকেরই না পাওয়ার বেদনা আছে, হারানোর ব্যথা আছে। কিন্তু হিসাব করলে দেখা যাবে, না পাওয়ার বেদনার চেয়ে আমাদের পাওয়ার পাল্লাটাই ভারী। তারপরও পাওয়া জিনিসের জন্য রবের শুকরিয়া আদায় না করে আমরা মেতে থাকি না পাওয়ার অভিযোগ নিয়ে।   যে মানুষটা জুতা কিনতে অক্ষম, তার জুতা-বিষয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু তিনি কি কখনো ভেবে দেখেন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যাদের জুতা পরার পা-টাই নেই! অনেক বাবা-মাই আমরা সন্তানকে ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতাবোধ শেখাতে পারি না। বস্তিতে বড় হওয়া ছোট্ট এই মেয়েটির মধ্যে যে ধৈর্য ও কৃতজ্ঞতাবোধের দেখা আমরা পেলাম, অট্টাল...

তিন বদল নিয়ে দল ঘোষণা বাংলাদেশের

ছবি
 তিন ওয়ানডের সিরিজ শেষ, বাংলাদেশের মেয়েদের জন্য দুঃস্বপ্নের এক সিরিজই হয়ে থাকবে সেটি। হোয়াইটওয়াশ তো হোয়াইটওয়াশ, তিন ম্যাচে ব্যাটিংয়ে এমনই ভরাডুবি হয়েছে বাংলাদেশের যে, কোনো ম্যাচেই দলের রান ১০০ হয়নি! দুঃস্বপ্ন ভুলে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে এবার তিন টি-টোয়েন্টির সিরিজে নামবে বাংলাদেশের মেয়েদের দল। সে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজের দলে তিনটি বদল এসেছে। ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস ও নিশিতা আক্তার নিশি বাদ পড়েছেন, দলে ঢুকেছে ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা। তিন বদলের ব্যাখ্যা দিয়ে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘দিশার বদলে তৃষ্ণা ডাক পেয়েছে, কারণ ও বাঁহাতি পেসার যে কিনা আমাদের বোলিংয়ে বৈচিত্র্য আনবে। পিংকির বদলে দোলাকে ডেকেছি আমরা, ও উইকেটকিপার-ব্যাটার যার টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়ার মতো প্রতিভা আছে বলেই আমাদের বিশ্বাস। শরিফা খাতুন অলরাউন্ডার, অফ স্পিন করে, লেট অর্ডারে ব্যাটিং করে। সে-ও ভবিষ্যতে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হয়ে উঠতে পারে।’ মিরপুরেই সিরিজের তিন টি-টোয়েন্টি হবে যথাক্রমে ৩১ মার্চ, ২ এপ্রিল ও ৪ এপ্...